বয়সের ছাপ কমান মাত্র ৩ ঘরোয়া উপকরণে
- ওমেন্স কর্নার ডেস্ক
- ডিসেম্বর ২০, ২০২১
তারুণ্য ধরে রাখতে ডিমের ভূমিকা অনেক। অন্যদিকে, গাজর রয়েছে বিটা-ক্যারোটিন ও লাইকোপিন নামক উপাদান, যা বয়সের ছাপের বিরুদ্ধে লড়াই করে এবং সূর্যের ক্ষতির রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দেয়। আর ত্বকের মৃত কোষ দূর করে প্রাণবন্ত ও সজীব রাখে দুধ।
উপাদানঃ
- একটি ডিমের সাদা অংশ,
- দুই টেবিল চামচ গাজরকুচি,
- এক টেবিল চামচ কাঁচা দুধ।
আরো পড়ুনঃ পুরুষের বীর্য কি রক্ত থেকে তৈরী হয় ?
ব্যবহারের পদ্ধতিঃ ডিমের সাদা অংশ একটি বাটিতে নিন। এর সঙ্গে গাজর ও দুধ ভালোভাবে মেশান। এবার মিশ্রণটি আপনার ত্বকে ভালোভাবে লাগান। মিশ্রণটি শুকানোর পর ২০ মিনিট রাখুন।
কুসুম গরম পানি দিয়ে মিশ্রণ তুলে ফেলুন। সপ্তাহে একবার মিশ্রণটি ত্বকে লাগান।