এক উপাদান ব্যবহারেই দূর হবে শরীরের ফাটা দাগ
- ওমেন্স কর্নার ডেস্ক
- জানুয়ারি ১৮, ২০২২
শরীরের ফাটা দাগ বা স্ট্রেচ মার্ক নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কারণে দাগ একবার প্রকাশ পেলে তা সহজে ঠিক করা যায় না।
অনেকেই বাজারচলতি বিভিন্ন প্রসাধনী যেমন তেল বা ক্রিম ব্যবহারে এই দাগ দূর করার চেষ্টা করেন। তবে তাতেও কোনো কাজ হয় না। আসলে শরীরের ওজন বৃদ্ধি বা হ্রাস এর কারণে স্ট্রেচ মার্ক দেখা দেয়।
আরো পড়ুনঃ আখের গুড়ের যত গুণ
এছাড়াও পর বস্তায় নারীর শরীরের স্ট্রেচ মার্ক এর সমস্যা দেখা দিতে পারে। তবে এ সমস্যা থেকে মুক্তি পেতে ময়েশ্চারাইজেশন অপরিহার্য। আর তা হলো শিয়া বাটার।
এই একটি উপাদান ব্যবহারের মাধ্যমে শরীরের ফাটা দাগ থেকে সহজেই মুক্তি মিলবে।জেনে নিন কিভাবে ব্যবহার করবেন-
এজন্য ১ টেবিল চামচ শিয়া-বাটার নিন। ডাবল বয়লার পদ্ধতিতে শিয়া-বাটার এ বাটি গরম পানির উপরে রেখে গলিয়ে নিন। তারপর একটু ঠাণ্ডা করে শরীরের ফাটা দাগ গুলো তে ব্যবহার করে ম্যাসাজ করুন আঙুল দিয়ে।
আরো পড়ুনঃ মেদ কমাতে জীবনধারায় পরিবর্তন আনুন
এটি ত্বকে ২০-৩০ মিনিটের জন্য রেখে দিন। এরপর একটি ভেজা তোয়ালে দিয়ে মুছে ফেলুন। নিয়মিত শিয়া-বাটার ব্যবহারের মাধ্যমে দেখবেন ধীরে ধীরে ফাটা দাগ ভরাট হয়ে যাবে।