দীর্ঘ সময় মাস্ক ব্যবহারে ত্বকে ব্রণ হচ্ছে? জানুন উপায়
- ওমেন্স কর্নার ডেস্ক
- জানুয়ারি ২৮, ২০২২
দীর্ঘ সময় ধরে মাস্ক পরে থাকলে ঠোঁট এবং তার চারপাশে লালচে ভাব, ব্রণ বা এলার্জির মতো সমস্যা দেখা যায়।
আমাদের মুখের চামড়া বেশ কোমল। সারা দেহের তুলনায় মুখে তৈলাক্ত ভাব বেশি থাকে। ত্বকের তৈল গ্রন্থি এবং নির্জীব কোষ থেকে বেরোনো ঘামের কারণে এ ধরনের সমস্যা হয়। তবে এর থেকে বাচার উপায়? আসুন জেনে নেওয়া যাক..
আরো পড়ুনঃ সুস্থ স্বাভাবিক জীবনের জন্য রাতে মেনে চলুন এই নিয়মগুলো
১. বাইরে বের হলে সঙ্গে অবশ্যই শুকনো টিস্যু এবং টোনার রাখবেন। মাঝে মাঝে মাস্ক খুলে টোনার দিয়ে ঠোঁটের কাছাকাছি অংশগুলো পরিষ্কার করে নিন। একটু শুকোতে দিন, তারপর পুনরায় মাস্ক পড়ুন।
২. সঠিক পিএইচ সমন্বিত ক্লিনজার ব্যবহার করুন। সাথে ড্রাই ময়েশ্চারাইজার অবশ্যই রাখবেন। অ্যালোভেরা যুক্ত টোনার এবং ময়েশ্চারাইজার ব্রণের ক্ষেত্রে বেশ উপকারী।
৩. রাতে ঘুমাতে যাওয়ার আগে বরফের একটা টুকরা দিয়ে ঠোঁটের আশেপাশে বোলাতে পারেন। এতে এর তৈলাক্ত ভাব কমে যাবে।
৪. গোলাপ জলের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে ব্যবহার করতে পারেন।
৫. প্রতিদিন মাস্ক ব্যবহার করার পর সাবান পানিতে অবশ্যই ধুয়ে নেবেন। সার্জিক্যাল মাস্ক হলে ফেলে দিবেন। দ্বিতীয়বার ব্যবহার করবেন না।
৬. একটানা বেশিক্ষণ মাস্ক পড়ে থাকবেন না। অন্তত ৩ ঘণ্টার পর পর মাস্ক নামিয়ে ঠান্ডা পানিতে মুখ ভালো করে পরিস্কার করবেন।
আরো পড়ুনঃ ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে ৩ মসলায়
৭. মাস্ক পড়লে মুখ ঘামবে। তার ওপর মুখে ভারী মেকআপ করলে, তা ত্বকের সঙ্গে মিশে ত্বকের ক্ষতি করতে পারে। তাই মেকআপ খুব হালকা রাখুন।
৮. এ সময় ধূমপান বন্ধ রাখাই ভালো। সিগারেটের ধোঁয়া ত্বকের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারে।