চলতি বছরে সারাদেশে ধর্ষণ ও ধর্ষণের অপচেষ্টার শিকার সহস্রাধিক নারী
- ওমেন্স কর্নার ডেস্ক
- অক্টোবর ১১, ২০২০
চলতি বছরের প্রথম সাত মাসে রাজধানীসহ সারাদেশে ধর্ষণ ও ধর্ষণের অপচেষ্টার শিকার হয়েছেন সহস্রাধিক নারী। ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ৯৭৫ ধর্ষণ এবং ২০৪ নারী ধর্ষণের অপচেষ্টার শিকার হন।
ধর্ষণের পর মৃত্যু হয় আরও ৪৩ জনের। এছাড়াও ধর্ষিত হয়ে আত্মহত্যা করেন ১২ নারী। বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ধর্ষণের শিকার নারীদের মধ্যে ৮৬২ জন একক, ২০৮ জন সঙ্গবদ্ধ এবং ৫ জন কীভাবে কী কারণে ধর্ষিত হয়েছেন তার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
ধর্ষণের শিকার নারীদের মধ্যে আট বছরের কম বয়সী ৬৭, সাত থেকে ১২ বছর বয়সী ১৪০, ১৩-১৮ বছর বয়সে ১৪০, ১৮-২৪ বছর বয়সী ১৬ জন ধর্ষিত হন। অবশিষ্ট ৩৬৫ জনের বয়স জানা যায়নি।
গণধর্ষণের শিকার নারীদের মধ্যে সাত থেকে ১২ বছর বয়সী ছয়, ১৩-১৮ বছর বয়সী ৫২, ৯-২৪ বছর বয়সী ২২, ২৫-৩০ বছর বয়সী সাত এবং ৩০ বছ্রের বেশি বয়সী সাতজন গনধর্ষণের শিকার হন। গণধর্ষণের শিকার ১১৪ জনের সঠিক হিসাব পাওয়া যায়নি বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়।