বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সব ফি আদায় করা যাবে না
- ওমেন্স কর্নার ডেস্ক
- নভেম্বর ১৯, ২০২০
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাধ্যমিক শিক্ষাসমূহ শিক্ষার্থীদের কাছ থেকে শুধু টিউশন ফি গ্রহণ করবে।
চলতি বছরের ১৮ই মার্চের পর থেকে নেয়া অন্য সব ফি হয় ফেরত দিতে হবে বা টিউশনি ফি'র সাথে সমন্বয় করতে হবে এসব শিক্ষা প্রতিষ্ঠানকে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'কিন্তু অ্যাসাইনমেন্ট, টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন ও উন্নয়ন বাবদ কোনো ফি গ্রহণ করবে না।' কোনো প্রতিষ্ঠান যদি ইতোমধ্যে এ ধরনের ফি গ্রহণ করে থাকে তাহলে তা ফেরত দিতে হবে বা টিউশন ফির সাথে সমন্বয় করবে।
আরো পড়ুনঃ শ্বেতি রোগ প্রতিকারে করণীয়
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১ সালের শুরুতে যদি করোণা পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে টিফিন, বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১ সালের শুরুতে যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে টিফিন, পুনঃ ভর্তি, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন ও উন্নয়ন এ ধরনের কোনো ফি শিক্ষা প্রতিষ্ঠানগুলো গ্রহণ করতে পারবে না।