লকডাউনে দোকান খোলা নিয়ে দ্বন্দ্বে ব্যবসায়ীকে হত্যা!
- ওমেন্স কর্নার ডেস্ক
- এপ্রিল ৫, ২০২১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় লকডাউন এর দোকান খোলা নিয়ে বাক বিতন্ডার জেরে ফরহাদ মিয়া (২২) নামের এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে উপজেলার জিনোদপুর ইউনিয়নের বাঙ্গরা বাজারে এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ ওই এলাকার মধুমিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফরহাদ মিয়া আগে শুঁটকির ব্যবসা করতেন। ব্যবসার অবস্থা খারাপ হওয়ায় সোহেল নামের একজনের সঙ্গে যৌথভাবে তরমুজের ব্যবসা শুরু করেন। আজ সকালে বাজারে দোকান খোলাকে কেন্দ্র করে ফরহাদের সঙ্গে সোহেলের বাকবিতণ্ডা হয়। এ সময় সোহেল সজোরে ফরহাদের অন্ডকোষে লাথি মারলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
আরো পড়ুনঃ অ্যাজমার কষ্ট থেকে আরাম দেবে এই খাবারগুলো
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।