বাগেরহাটে জোয়ারের পানিতে প্লাবিত ২০ গ্রাম
- ওমেন্স কর্নার ডেস্ক
- মে ২৬, ২০২১
ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে বাগেরহাটের উপকূলীয় এলাকা শরণখোলা ও মোড়েলগঞ্জ ২০টি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। বুধবার দুপুরের পর থেকে জেলার বলেশ্বর, পানগুছি, ভৈরবসহ বড় বড় নদ-নদীতে বাড়তে থাকে জোয়ারের পানি।
আরো পড়ুনঃ সন্ধ্যাবেলার ব্যায়াম শরীরের জন্য বেশি উপকারী!
এছাড়া ফকিরহাট, মোংলা ও রামপালের অসংখ্য মৎস্য ঘেরে ভেসে গেছে জোয়ারের পানিতে বুধবার দুপুরের পর বাগেরহাট শহরের ভৈরব নদীর পানি উপচে সদর উপজেলার মাঝিডাঙ্গা, রহিমাবাদ, বিষ্ণুপুর ,চরগ্রাম, গোটাপাড়া সহ বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়।
আর দড়াটানা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে বাসাবাটি, মারিয়া পল্লী, রাধাবল্লভ, বিসিক শিল্প এলাকা, বৈটপুর, ভদ্রপাড়া ও তালেশ্বরের বিভিন্ন এলাকা। বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় বাঁধ মেরামতের উদ্যোগ নেয়া হলেও তীব্র জোয়ারের চাপে কাজ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
আরো পড়ুনঃ গর্ভকালীন অবস্থায় ডায়াবেটিস থাকলে আবার কি হতে পারে?
প্লাবিত এলাকায় শুকনো খাবার সরবরাহ সহ প্রয়োজনীয় উদ্যোগ নিতে উপজেলা নির্বাহী অফিসার দের উদ্যোগ নিতে বলা হয়েছে।