মাত্র দুইটি উপকরণে বানিয়ে ফেলুন আপেল সন্দেশ
- ওমেন্স কর্নার ডেস্ক
- জুলাই ২০, ২০২১
উপকরণঃ
- ২ কাপ গুঁড়ো দুধ,
- ১ কাপ চিনি।
প্রণালীঃ চুলায় প্যান বসিয়ে চিনি আর ১ কাপ পানি দিয়ে নাড়তে হবে। চিনির সিরা ঘন হয়ে আসলে আস্তে আস্তে অল্প অল্প করে গুঁড়ো দুধ দিয়ে নাড়তে হবে।
মিশ্রণটি ঘন হয়ে আসলে ১ চা চামচ ঘি দিয়ে নাড়তে হবে। তারপর প্যানটি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হয়ে আসলে মিশ্রণটি থেকে অল্প অল্প করে নিয়ে আপেলের মতো গোল গোল করে নিতে হবে।
আরো পড়ুনঃ গবেষণা বলছে, সম্পর্কে ঝগড়া বেশি মানে প্রেম বেশি
সাজানোর জন্য একটা একটা লবঙ্গ দিয়ে পেস্তা বাদাম দিয়ে ফ্রিজে ২০ মিনিট রেখে তারপর সাজিয়ে পরিবেশন করুন।