টবে চালতা চাষ করার পদ্ধতি
- ওমেন্স কর্নার ডেস্ক
- সেপ্টেম্বর ১৩, ২০২১
শীতকালীন ফলের মাঝে চালতা অন্যতম। এর ঔষধি গুণও বেশি। তাই আজ আমরা অতি উপকারী ফল এর টবে চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব।
মাটি তৈরি ও সার প্রয়োগ: দোআঁশ, বেলে দো-আঁশ মাটিতে চালতা ভালো জন্মে। বড় টবে ১২-১৫ কেজি গোবর সার, টিএসপি ও এমওপি ১০০ গ্রাম, জিপসাম ৫০০ গ্রাম মাটির সাথে মিশিয়ে দিতে হবে।
সেচ: শুষ্ক মৌসুমে গাছের গোড়ায় হালকা পানি দিতে হবে। বর্ষাকালে যাতে পানি না জমে সেদিকে খেয়াল রাখতে হবে।
আরো পড়ুনঃ নিজের সমস্যার সাথে কিভাবে মোকাবেলা করবেন ?
পরিচর্যা: আগাছা পরিষ্কার করে রাখতে হবে। ডালপালা ছাঁটাই করে রাখলে ছাদ বাগানকে আরো ভালো দেখাবে।
রোগবালাই ও কীট দমন: মাঝে মাঝে ছত্রাকের আক্রমণ দেখা যায়। আক্রমণের মাত্রা অনুযায়ী ছত্রাকনাশক দিতে হবে।
ফল সংগ্রহ: ভাদ্র আশ্বিন মাসের গাছে ফল আসে। একটি টবের গাছে ৭০-৮০ টি ফল আসে।