কোন ব্যথায় কোন সেক দিবেন ?
- ওমেন্সকর্নার ডেস্ক
- অক্টোবর ২১, ২০১৭
মাঝে মাঝেই আমাদের পায়ে, পেশিতে, ঘাড়ে নানা কারণে ব্যথা হতে পারে। শারীরিক যে কোনো সমস্যায় ডাক্তার দেখানোই উত্তম। তবে প্রাথমিক কিছু চিকিৎসা আমরা ঘরে বসেই নিতে পারি। বরফ এবং গরম সেক সহজ , প্রাকৃতিক এবং সাশ্রয়ী উপায় ব্যথা নিরাময়ের জন্য। আমরা অনেকেই জানি না কোন ব্যথায় কোন সেক নিতে হয়। চলুন জেনে নেই কোন ব্যথায় কোন সেক নিতে হবে।
আরো পড়ুনঃ কড়াই মাংস
(১) বাতের ব্যথা – গরম সেক
(২) পা ফুলা – বরফ সেক
(৩) মাথা ব্যথা – বরফ সেক
(৪) ঘাড় ব্যথা – গরম সেক
(৫) পেশী টান – বরফ সেক
(৬) রগ টান – গরম সেক
আরো পড়ুনঃ আলু দিয়ে মলা মাছ রান্না