কোলেস্টেরল বেড়েছে কি না বুঝে নিন চোখ দেখেই
- ওমেন্স কর্নার ডেস্ক
- ফেব্রুয়ারি ১২, ২০২২
কোলেস্টেরল বেড়ে যাওয়ার সমস্যায় অনেকেই ভোগেন। এরোগে রক্তপ্রবাহে অতিরিক্ত কোলেস্টেরল দেখা যায়। এই বাড়তি কোলেস্টেরল রক্তপ্রবাহের স্বাভাবিক চলাচলে বাধা দেয়। উচ্চ কলেস্টেরলের কারণে হৃদযন্ত্র বিকল হয়েও যেতে পারে। এ সমস্যাটি হাইপার কোলেস্টেরলেমিয়া লিপিড ডিসঅর্ডার বা হাইপারলিপিডেমিয়া নামে পরিচিত।
উচ্চ কোলেস্টেরলের সাধারণ উপসর্গ গুলো কি কি? কোলেস্টেরল বেড়ে গেলে শরীরে বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ পায়। যেমন বমি বমি ভাব, শরীর অসাড় হয়ে যাওয়া, ক্লান্তি, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, বুকে ব্যথা ইত্যাদি।
আরো পড়ুনঃ মাত্র ৩ উপকরণেই ঘরে তৈরি করুন চকলেট
তবে অনেকেই হয়তো জানেন না যে উচ্চ কোলেস্টেরল থাকলে চোখে কিছু উপসর্গ দেখা দেয়। একাত্তরে চোখে বিভিন্ন ধরনের পরিবর্তন হয় যেমন চোখের পাতা উপরের পৃষ্ঠা সাদা বা হলুদ রঙের হালকা দাগ বা পিন্ডের মত দেখা যায়।
এছাড়াও কোলেস্টেরলের আরো একটি উপসর্গ চোখের মণির চারপাশের সাদা গোল গোল দাগ। যাকে চিকিৎসকরা বলেন কার্নিয়াল আর্কাস।
আপনার বয়স যদি ৫০ বছরের কম হয় ওয়াপ নিয়ে সমস্যায় ভোগেন তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।