যেভাবে কাজে লাগাতে পারেন ডিমের খোসা
- ওমেন্স কর্নার ডেস্ক
- ফেব্রুয়ারি ২০, ২০২২
গৃহস্থালি পরিছন্নতা থেকে শুরু করে গাছের সার হিসেবে এটি বেশ কার্যকর। জেনে নিন ডিমের খোসা কাজে লাগানোর কিছু উপায় সম্পর্কে...
- পুড়ে যাওয়া করায় ঝকঝকে করতে ডিমের খোসার গুঁড়া, লবন ও পানি দিয়ে ফুটিয়ে নিন।
- গাছের সার হিসেবে ব্যবহার করতে পারেন ডিমের খোসা। এজন্য ডিমের খোসার গুঁড়া ও ব্যবহৃত চা পাতার গুঁড়া ছড়িয়ে দিন গাছের গোড়ায়।
আরো পড়ুনঃ গর্ভাবস্থায় যেসব খাবার খেলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা থাকে
- ডিমের খোসার গুঁড়া ব্যবহার করতে পারেন স্ক্রাব হিসেবে। মরা চামড়া দূর হবে।
- অনেক সময় বেসিনের পাইপে ময়লা জমে পানি যাওয়ার পথ বন্ধ হয়ে যায়। ডিমের খোসা খুব মিহি করে গুঁড়া করে বেসিনের ছাকনির মধ্যে দিয়ে দিন। বেশি করে পানি ঢেলে দিন। পাইপের ভেতরে জমে থাকা ময়লা দূর হবে।
- ডিমের খোসা গুঁড়ো করে পশুপাখির খাবার হিসেবে ব্যবহার করতে পারেন।