দীর্ঘ ঘুমের কারণে বাড়ে ডায়াবেটিসের ঝুঁকি
- ওমেন্স কর্নার ডেস্ক
- মার্চ ১৫, ২০২২
প্রতিদিন ৮-৯ ঘণ্টা ঘুমানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কিন্তু এর মানে এই নয় যে আপনি ঘন্টার পর ঘন্টা ঘুমিয়ে থাকবেন। আসুন জেনে নিন দীর্ঘসময় ঘুমানোর ফলে কোন কোন ঝুঁকিতে পড়তে পারেন।
ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়: দীর্ঘসময় ঘুমানোর ফলে ব্যক্তির শারীরিক ক্রিয়া-কলাপ কম হয়ে যায় এর ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়।
আরো পড়ুনঃ বারবার চোখের পাতা কেঁপে ওঠা যেসব রোগের লক্ষণ
হৃদরোগের ঝুঁকি বাড়ে: আমেরিকান জার্নাল অফ কার্ডিওলজির এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ ঘুম বাম ভেন্ট্রিকুলার এর ওজন বাড়িয়ে দিতে পারে। আরেকটি গবেষণায় দেখা গেছে যে দীর্ঘ সময়ে ঘুমানোর কারণে স্ট্রোকের ঝুঁকি ৪৬ শতাংশ বৃদ্ধি পায়।
ডিপ্রেশন বাড়ে: দীর্ঘ সময় ধরে ঘুমানোর ফলে আপনার মেজাজ কে প্রভাবিত করতে পারে এবং এটি হতাশার দিকে নিয়ে যেতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ঘুম মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার কে প্রভাবিত করে। দীর্ঘ ঘুম শারীরিক ক্রিয়া-কলাপ হ্রাস করে।
আরো পড়ুনঃ আপনার শিশুকে এই খাবারগুলো দেয়ার আগে সাবধান হোন
পিঠে ব্যথার সমস্যা: যারা চেয়ারে বসে ঘন্টার পর ঘন্টা কাজ করে তারা যদি দীর্ঘ সময় ধরে ঘুম হয় তাহলে তাদের পিঠে ব্যথা, ঘাড়, কাঁধে ব্যথার সমস্যা হতে পারে।