হার্নিয়া শুধু ছেলেদের হয়? বিস্তারিত জানুন
- ওমেন্স কর্নার ডেস্ক
- মার্চ ২৭, ২০২২
হার্নিয়া সাধারণত ছেলেদেরই হয় কিন্তু ব্যপারটা এমন নয় যে শুধু ছেলেদেরই হবে। হার্নিয়া হতে পারে মেয়েদেরও।
শরীরের ভেতরের কোনো অঙ্গ বা তার অংশবিশেষ যদি আবরণকারী পর্দা ভেদ করে বাইরে বের হয়ে আসে, তবে হার্নিয়া দেখা দেয়। যেকোনো স্বাস্থ্যসমস্যা, যা পেটের অভ্যন্তরীণ চাপ বৃদ্ধি করে, তার ফলেই হার্নিয়া হয়।
আরো পড়ুনঃ নিজের বন্ধু হয়ে উঠুন নিজেই
দীর্ঘদিনের কাশি, কোষ্ঠকাঠিন্য, প্রস্রাব ত্যাগে বাধাগ্রস্ততা, পেটের কোনো ক্যানসার ইত্যাদি হার্নিয়ার কারণ। অতিরিক্ত মেদ, সন্তানধারণ ইত্যাদি কারণেও পেটের মাংসপেশিতে টান পড়ে, যা হার্নিয়ার কারণ হতে পারে।
হার্নিয়া আসলে একটা থলির মতো, যার ভেতরে অন্য কোনো অঙ্গ বা তার অংশবিশেষ থাকে। থলির আবার আবরণকারী পর্দাও থাকে। অন্ত্রনালি, ওমেন্টাম বা অন্ত্রনালির আবরণ, মূত্রথলি, ডিম্বাশয়, ডিম্বনালি ইত্যাদি অঙ্গ হার্নিয়ার থলিতে থাকতে পারে।
হার্নিয়ার একমাত্র সফল চিকিৎসা অপারেশন। কোনো ওষুধে হার্নিয়া ভালো হয় না। হার্নিয়ার থলির মুখ বেঁধে বাড়তি অংশটুকু কেটে ফেলে দেওয়া হয়। শরীরের দুর্বল অংশ, যেদিক দিয়ে হানিয়ার থলি বের হয়ে আসে, তা মজবুত করে দেওয়া হয়।
আরো পড়ুনঃ ফ্রিজে আদা সংরক্ষণের উপায়
কখনো কখনো বিশেষ ধরনের জালি ব্যবহার করে বড় আকারের দুর্বল অংশ মজবুত করা হয়। এই অপারেশন দুভাবে করা যায়—পেট কেটে এবং পেট ফুটো করে, অর্থাৎ ল্যাপারোস্কপির সাহায্যে।
শুরুতে সচেতন হলে অপারেশন সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনার সচেতনতাই আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে।