৬ মাসের পর থেকে বাচ্চাকে খাওয়ান চাল-কলার জাউ

  • তাসফিয়া আমীন
  • মার্চ ৩০, ২০২২

বাচ্চা সলিড খাবার খাওয়া শুরু করলে বুকের দুধের পাশাপাশি সলিড খাবার থেকেও পুষ্টিগ্রহণ শুরু করে। জেনে নিন পুষ্টিকর জাউ-এর রেসিপি...

উপকরণঃ

- ১ কাপ চাল

- ১ টা কলা

- পানি দেড় কাপ

- লবণ ১ চিমটি

আরো পড়ুনঃ আপনি কি নীরব ঘাতক ডিপ্রেশনে ভুগছেন ?

- ১/২ কাপ ফর্মুলা দুধ

প্রণালীঃ

- একটি পাত্রে চালে পানি ও লবণ মিশিয়ে ভালো করে সেদ্ধ করে নিন।

- এবার কলা মিশিয়ে ২-৩ মিনিট ভালো করে নাড়ুন।

- নামিয়ে হালকা ঠান্ডা করুন। এবার ফরমুলা দুধ মিশিয়ে বেবিকে খাওয়ান।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment