বাচ্চার রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ঘরেই বানিয়ে নিন গ্রাইপ ওয়াটার

  • কামরুন নাহার স্মৃতি
  • এপ্রিল ৪, ২০২২

ছোট বাচ্চার অসুখ লেগেই থাকে। এজন্য ঘরে মজুত করে রাখুন বিভিন্ন টোটকা। ৬ মাস বয়স থেকে বাচ্চাকে দিতে পারেন গ্রাইপ ওয়াটার। আসুন জেনে নেই রেসিপি...

উপকরণঃ

- জোয়ান ১/৪ চা চামচ,

- মৌরি ১ টেবিল চামচ,

- জিরা ১/২ চা চামচ,

- পানি ২ গ্লাস,

আরো পড়ুনঃ স্পাইডার প্ল্যান্ট ঘরে রাখবেন যে ৫ কারণে

- গুড় ১/২ টেবিল চামচ বা স্বাদমতো।

প্রস্তুত প্রণালীঃ সবগুলো উপকরণ পানিতে ভিজিয়ে রাখুন ৩/৪ ঘন্টা। পানি অর্ধেক হওয়া পর্যন্ত ফুটিয়ে নিন। ঠান্ডা করে ছেঁকে নিন। বাচ্চাকে দিনে দু'বার দিন গ্রাইপ ওয়াটার।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment