দ্বিতীয় বার মা হওয়ার সঠিক সময়
- কবিতা আক্তার
- এপ্রিল ৯, ২০২২
প্রথম সন্তানের জন্ম দেওয়ার কিছু মাস পরে থেকেই কেউ কেউ হয়তো দ্বিতীয় সন্তানের পরিকল্পনা শুরু করে দিয়েছেন। কিন্তু এ পরিকল্পনা ঠিক কতটা স্বাস্থ্যসম্মত বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়টি স্পষ্ট করে তুলে ধরেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, প্রথম সন্তান জন্ম দেওয়ার পর দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার মাঝে অন্তত দুই বছরের ব্যবধান থাকা উচিত। এমনকি যাদের অনিচ্ছাকৃতভাবে গর্ভপাত হয় তাদেরও অন্তত ৬ মাস অপেক্ষা করা উচিত পরবর্তী পদক্ষেপ করার আগে।
আরো পড়ুনঃ শীতকালে পায়ের মোজার দুর্গন্ধ দূর করার উপায় জেনে নিন
কারণ খুব অল্প সময়ের ব্যবধানে দুই বার অন্তঃসত্ত্বা হওয়া শরীরের জন্য ঠিক নয়। তবে ব্যবধান অনেক বেড়ে যাওয়াও আবার সঠিক নয়।
স্ত্রীরোগ বিশেষজ্ঞরা মনে করেন, দুই সন্তানের মাঝে পাঁচ বছরের ব্যবধান রাখা যথেষ্ট। তার বেশি ব্যবধান মা এবং সন্তান, উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ হতে পারে।
প্রথম সন্তান জন্ম দেওয়ার এক বছরের মধ্যে দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হলে নানা সমস্যা দেখা দিতে পারে। যেমন:
১. অনিচ্ছাকৃত গর্ভপাত ঘটায় আশঙ্কা বেড়ে যায়।
২. সন্তান সময়ের আগেই জন্ম নিতে পারে।
৩. অন্তঃসত্ত্বা রক্তস্বল্পতায় ভুগতে পারে।
৪. দ্বিতীয় সন্তান অটিজম বা স্কিৎজোফ্রেনিয়া রোগে আক্রান্ত হতে পারে।
আরো পড়ুনঃ সুগন্ধি দীর্ঘস্থায়ী করতে যা করবেন
৫. শিশু জন্মের ছয় মাসের মধ্যে ৩৫ বছর বয়সী কোন নারী আবার গর্ভবতী হলে সেটি মায়ের মৃত্যুর ঝুঁকি হতে পারে।
৬. তরুণীকে ও ছয় মাসে আবার গর্ভবতী হলে তার ঝুঁকে আট শতাংশের মতো। এক্ষেত্রে অপরিপক্ক সন্তান জন্ম নিতে পারে।