বাচ্চার খাবারের স্বাদ বদলাবে ভুট্টা-আলুর স্যুপ
- কামরুন নাহার স্মৃতি
- এপ্রিল ১৪, ২০২২
একই খাবার বাচ্চাকে বারবার দিলে খাবারে অরুচি দেখা দেয়, এতে বাচ্চা খাবার ঠিকমতো খেতে চায়না। এজন্য বাচ্চাকে দিতে পারেন ভুট্টা-আলুর স্যুপ।
এটি যেমন স্বাস্থ্যকর, তেমনি এটি আপনার বাচ্চার খাবারের স্বাদ বদলাতে সাহায্য করবে। আসুন জেনে নেই রেসিপি...
উপকরণঃ
- সুইট কর্ন আধা কাপ,
- আলু ১ বা ২ টা,
- দুধ ১ কাপ,
- চিজ, মাখন,
- লবণ স্বাদমতো।
আরো পড়ুনঃ ভ্রু পাতলা হয়ে যাওয়া বিভিন্ন রোগের লক্ষণ!
প্রস্তুত প্রণালীঃ
- সুইট কর্ন, আলু সেদ্ধ করে ব্লেন্ডারে পেস্ট করে নিন।
- প্যানে মাখন দিয়ে মিশ্রণটি রান্না করুন।
- দুধ, চিজ, লবণ দিন।
- ৩/৪ মিনিট রান্না করে গরম গরম খেতে দিন বাচ্চাকে।