শিশুর মোবাইলের আসক্তি দূর করার উপায়
- কবিতা আক্তার
- এপ্রিল ১৬, ২০২২
কোন গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকার সময় অনেক অভিভাবকই চটজলদি শিশুর হাতে ধরিয়ে দেন স্মার্ট ফোন। এভাবেই শিশুর আসক্ত হয়ে পড়ে ঝলমলে পর্দার প্রতি। কিন্তু চাইলেই মোবাইল ফোন ছাড়াও ব্যস্ত রাখা যায় শিশুকে।
বাইরে যাওয়া: যতটা সম্ভব খোলামেলা ও নিরিবিলি পরিবেশ পেলে শিশুকে নিয়ে একটু বাইরে বের হতেই পারেন। আপাতত যেতে পারেন ছাদে।
আরো পড়ুনঃ জেনে নিন কুর্তির প্রকারভেদ এবং ডিজাইন সম্পর্কে
ঘরের কাজ: বয়স অনুযায়ী শিশুদের কিছু ঘরের কাজ ভাগ করে দিন। বয়স খুব কম হলে তাকে ছোট ছোট কাজগুলো করতে বলুন।
নতুন কিছু লেখা ও পড়া: পাঠ্যবই নয়, সিলেবাসের বাইরেও বই থেকে পড়তে দিন। পাশাপাশি তাদের এটা ওটা নিয়ে লিখতে বলুন। হতে পারে সেটা একটা চিঠি কিংবা প্রিয় খেলনাগুলো সম্পর্কে তার ভাবনা।
ধাঁধা: ধাঁধা একটি মজার খেলা। বাগ, ফ্লাশলাইট, ডুডল কোয়েস্ট, ফায়ারফ্লাইসের মতো বোর্ডগেমগুলো খেলা যায় তাদের সঙ্গে।