সাদা স্রাব নিয়ে দুঃশ্চিন্তা !
- ওমেন্সকর্নার ডেস্ক
- অক্টোবর ২৮, ২০১৭
সাদা স্রাব মেয়েদের ক্ষেত্রে খুব স্বাভাবিক ঘটনা। এই বিষয় নিয়ে দুঃশ্চিন্তার কোনো কারণ নেই। কোনো প্রকার কারণ ছাড়াই সাদা স্রাব হয়। পিরিয়ডের দুই - চার দিন আগে এবং পরে এর পরিমান কিছুটা বাড়ে।
তবে অসময়ে যদি সাদা স্রাবের পরিমান বেশি হয় তাহলে কিছুটা দুশ্চিন্তা হতে পারে। পুষ্টিহীনতা, প্রদাহ, যৌনাঙ্গে যক্ষ্মা, অধিক যৌন উত্তেজনা, হস্তমৈথুন, যৌনকাজে অভ্যস্তের কারণে সাদা স্রাব হতে পারে। এমনকি জরায়ুর মুখে মাংসপেশি অথবা ঘা হলেও সাদা স্রাবের পরিমাণ বেড়ে যেতে পারে। তখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে এবং নিয়ম মেনে চলতে হবে।
তথ্য এবং ছবি : গুগল