হাতে পায়ে ঝিঁঝিঁ কেন ধরে? জানুন
- ওমেন্স কর্নার ডেস্ক
- এপ্রিল ২২, ২০২২
বিশেষজ্ঞদের মতে, মানবদেহের সর্বত্র অসংখ্য স্নায়ু আছে। সেগুলো মস্তিষ্ক দেহের অন্যান্য অংশের মধ্যে তথ্য আদান-প্রদান করে।
বসা বা শোয়ার সময় স্নায়ুতে চাপ পড়লে শরীরের ও ওই অংশ থেকে তথ্য মস্তিষ্কে ঠিকভাবে পৌছাতে পারেনা।
আরো পড়ুনঃ ঝকঝকে ত্বকের জন্য কিছু টিপস
পাশাপাশি দেহের ওই অংশে রক্ত চলাচল কারী শিরার ওপরও প্রভাব পড়ায় রক্ত চলাচল ব্যাহত হয়। এর ফলে ঝিঝি ধরতে পারে।