শিশুদের নিয়ে ভ্রমণে যাওয়ার আগে জানুন কিছু বিষয়!
- ওমেন্স কর্নার ডেস্ক
- মে ২৩, ২০২২
শিশুদের নিয়ে ভ্রমণে বের হতে গেলে কিছু বিষয় খেয়াল রাখা জরুরী। আসুন জেনে নেই কিছু বিষয়...
- বেড়াতে যাওয়ার আগে শিশুকে সুতি ও ঢিলেঢালা পোশাক পরান।
- ট্রেন কিংবা প্লেনে ভ্রমণের সময় শিশুকে একা ওয়াশরুমে যেতে দিবেন না। এতে দুর্ঘটনা ঘটতে পারে।
আরো পড়ুনঃ মসৃণ চুলের জন্য দুধের হেয়ার প্যাক
- বাসা থেকে বিশুদ্ধ পানি নিয়ে বের হবেন। রাস্তাঘাটের অপরিষ্কার পানি পান করলে ডায়রিয়া, আমাশয় হতে পারে।
- অতিরিক্ত গরমে কিংবা বৃষ্টির দিনে ভ্রমণে বের হলে ছাতা ও রেইংকোট সঙ্গে রাখুন।
- শিশুদের নিয়ে ভ্রমণ করলে স্যালাইন, প্যারাসিটামল, এন্টি-ভমিটিং ওষুধ সঙ্গে রাখুন।