দুধ খেলেই বাচ্চার বমি হয়? করণীয় ও চিকিৎসা জানুন
- ওমেন্স কর্নার ডেস্ক
- জুন ১৫, ২০২২
ল্যাকটোজেন বংশগত কারণে বা কোন শারীরবৃত্তীয় কারণে কম থাকতে পারে। আবার কখনো কখনো ডায়রিয়া হওয়ার পরও এ সমস্যা দেখা দেয়। তখন দুধ জাতীয় খাবার ক্ষুদ্রান্ত্রে ডাইজেস্ট না হয় বৃহদান্ত্রে চলে যায়। সেখানে গিয়ে ঘটে বিপত্তি। তারপর শুরু হয় পেটব্যথা, বমি।
লক্ষণ:
- ডায়রিয়া,
- বেশি মলত্যাগ,
- দুর্গন্ধযুক্ত মল ত্যাগ,
আরো পড়ুনঃ পার্সলে পাতার ডিটক্স ওয়াটার ভালো রাখবে কিডনি!
- পেট ফুলে যাওয়া
করণীয়:
- যদি কারো একেবারে দূর জাতীয় খাবার হজম না হয় তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে বাদ দিতে হবে দুধ ও দুধজাত খাবার। এছাড়াও বাইরে থেকে ল্যাকটোজেন ক্যাপসুল খাওয়ানো যেতে পারে। কতটা খাবেন, কী ডোজে তা ঠিক করে দেবেন চিকিৎসকেরা। কী কী পরীক্ষা করে চিকিৎসকরা নিশ্চিত হতে পারেন বাচ্চার ল্যাকটোজ ইনটলারেন্স হয়েছে কিনা
- মলের পরীক্ষা,
- হাইড্রোজেন ব্রিদ টেস্ট।