সকালে গোসল করবেন কেন? জানুন বিস্তারিত
- ওমেন্স কর্নার ডেস্ক
- জুন ২০, ২০২২
আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, সকালে গোসল করলে একাধিক উপকার মেলে। সকালে শরীরচর্চা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি এরপর গোসলও জরুরি। সকালে সূর্যোদয়ের আগে বা সূর্যাস্তের আগে গোসল করার সবচেয়ে ভালো বলে মনে করা হয়।
প্রতিদিন সকালে গোসল করলে কি হয়?
- হৃদরোগের ঝুঁকি কমে,
- শ্বাসযন্ত্র শক্তিশালী হয়,
- হরমোনের ভারসাম্য বজায় থাকে,
আরো পড়ুনঃ পিঁপড়া তাড়ানোর সহজ উপায়
- ত্বকের জন্য উপকারী,
- অস্টিওআর্থ্রাইটিস এর ঝুঁকি কমায়,
- শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে।
অনেকেই খাওয়ার পরে গোসল করেন যা একেবারেই ভুল কাজ। খাওয়ার পর গোসল করলে খাবার হজমে সাহায্য করে এমন এনজাইমগুলো বাধাপ্রাপ্ত হয়। ফলে খাবার হজম হয়না ও পেট সংক্রান্ত নানা রোগের জটিলতা বাড়ে।
আবার রাতে গোসল করাও বেশ কিছু মানুষের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে যাদের চুল ঘন ও লম্বা রাতে গোসল করলে তাদের চুল ঠিকমত শুকায়না ও মায়োসাইটিস নামক রোগের ঝুঁকি থাকে। তাই চুল সব সময় শুকনো রাখার চেষ্টা করুন।
আরো পড়ুনঃ গরমে ত্বকের যত্নে কিছু টিপস