গোসলের সময় শিশু কান্না করে? কারণ ও সমাধান জানুন

  • কামরুন নাহার স্মৃতি
  • জুলাই ৫, ২০২২

শিশুকে গোসল করাতে গিয়ে পড়তে হয় নানা বিড়ম্বনায়। কোন শিশু পানি খুব পছন্দ করে, কোন শিশু আবার একদমই পানিতে যেতে চায়না।

শিশু বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে গোসলের সময় শিশুর কান্না করার কারণ ও সমাধান সম্পর্কে জানানো হলো।

পানির তাপমাত্রা: শিশুরা গরম ও ঠান্ডা দুই অবস্থার প্রতি নাজুক থাকে। তাই পানি খুব বেশি ঠান্ডা বা গরম যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

আরো পড়ুনঃ সকালের নাস্তায়  ওট্মিল কেন খাবেন ?

কুসুম গরম পানিতে গোসল করানো শিশুর জন্য সবচেয়ে উপকারী। এতে শিশুরা গোসলের সময় আরামও অনুভব করে।

পানির গতি: শিশুর গায়ে পানি ঢালার সময় ধীরে ধীরে ঢালুন। গোসলের জন্য বড় গামলা নিন। আর তাতে শিশুকে রেখে ধীরে ধীরে পানি ঢালুন। শিশুর মাথায় পানি ঢালার সময় খেয়াল রাখুন যেন বেগ কম থাকে।

র‍্যাশ, জ্বালাপোড়া বা ঘা: শিশুর শরীরে কাটা ছেঁড়া, র‍্যাশ বা ঘা দেখা দিলে তা সাবান পানির সংস্পর্শে জ্বালাপোড়া সৃষ্টি করে। এমন সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় মলম ব্যবহার করুন এবং আক্রান্ত স্থানে সাবান ব্যবহার বাদ দিন।

ক্ষুধা: গোসল করানোর আগে খেয়াল রাখুন যেন শিশু খুব বেশি ক্ষুধার্ত বা ক্লান্ত না থাকে। শিশু ক্লান্ত বা ক্ষুধার্ত থাকলে অস্বস্তি অনুভব করে। শিশুকে খাওয়ানোর কমপক্ষে ৩০-৪৫ মিনিট পর গোসল করাতে নিয়ে যান।

আরো পড়ুনঃ আপনার কানের ছোট্ট দুলের খবরাখবর

সয়ম মেনে চলা: শিশুকে গোসল করানোর ক্ষেত্রে সময় ঠিক রাখাটা জরুরী। এতে শিশু এবং তার দেহঘড়ি একটা ছকে আবদ্ধ থাকে।

শিশু নিজের ঘুমের সময় জানলে তাকে ঘুম পাড়ানো যেমন সহজ হয়। একইভাবে গোসল একইসময় করানো হলে শিশুকে সহজেই গোসল করানো যায়।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment