কড়া শাসন সন্তানের মানসিক বিকাশ বাধাগ্রস্ত করে
- কবিতা আক্তার
- জুলাই ২০, ২০২২
গবেষণা অনুযায়ী, শৈশবে বাবা মায়ের কাছ থেকে মনোযোগ ও যত্ন পাওয়া ছেলেমেয়েরা পরিণত বয়সে বাড়তি সফলতা অর্জন করে। তবে কড়া শাসনের মধ্যে থাকা ছেলেমেয়েদের ক্ষেত্রে হতে পারে হিতে বিপরীত। বেশিরভাগ ক্ষেত্রে মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়।
গবেষণায় দেখা গেছে, বাবা মায়ের পক্ষ থেকে ইতিবাচক মনোযোগ, সহযোগিতামূলক মনোভাব এবং যত্ন পাওয়া ছেলেমেয়েরা বড় হয়ে শিক্ষাগত ও পেশাগত জীবনে পায় উজ্জ্বল সাফল্য, সুখী জীবন এবং দৃঢ় নৈতিক চেতনা।
আরো পড়ুনঃ কন্যা সন্তানের সুরক্ষার দায়িত্ব নিন
অপরদিকে যারা ছোটবেলায় কড়া শাসনে থাকে, বাবা মায়ের স্নেহের মধ্যে মিশে থাকে কঠিন নিয়মানুবর্তিতা, তাদের ক্ষেত্রেও অধিক সফল হওয়া এবং উচ্চ আয় করার বিষয়টি দেখা যায়।
তবে গবেষণার প্রধান গবেষক, জাপানের কোবে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিশিমুরা কাজু বলেন, কড়া শাসনে থাকা ছেলেমেয়েদের ক্ষেত্রে সুখে থাকার বিষয়টা তুলনামূলক কম, পাশাপাশি মানসিক অশান্তি বেশি থাকে। যা পড়ে নানাবিধ রোগবালাইয়ের কারণ হয়ে দাঁড়ায়।
জাপানের সন্তান লালন পালনের বিভিন্ন পদ্ধতির ভবিষ্যৎ প্রভাব সম্পর্কে জানতে অধ্যাপক কাজুওর দল অনলাইনে একটি জরিপ চালান। এ গবেষণায় ৫ হাজার পুরুষ এবং মহিলা অংশ নেন। শৈশবে বাবা মায়ের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন অংশগ্রহণকারীরা।
আরো পড়ুনঃ ত্বক উজ্জ্বল করবে বিভিন্ন মাস্ক
সংগ্রহীত তথ্য বিশ্লেষণ করে গবেষকরা সন্তান পালনের চারটি মূল বিষয় চিহ্নিত করেন, আগ্রহ, অনাগ্রহ, আস্থা, নিয়ম এবং স্বাধীনতা। পাশাপাশি সন্তান ও বাবা মায়ের একসঙ্গে সময় কাটানোর পরিমাণ এবং সন্তানের বকা খাওয়ার অভিজ্ঞতা উভয়ই গুরুত্বপূর্ণ বিষয়।