শিশুর কানের সংক্রমণ রোধ করতে করণীয়
- ওমেন্স কর্নার ডেস্ক
- জুলাই ২২, ২০২২
কানের সংক্রমণ হলে ব্যথা এবং প্রদাহের ঝুঁকি বেড়ে যায়। এ সমস্যা থেকে আপনার সন্তানকে স্বস্তি দিতে কয়েকটি সহজ টিপস জেনে নিন...
শিশুর কান পরিষ্কার রাখুন: শিশুদের বিভিন্ন সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে আপনাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। তাই শিশুর কান সব সময় পরিষ্কার রাখুন।
বুকের দুধ খাওয়ান: মায়ের দুধ শিশুর স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকারী। কারণ এতে অনেক পুষ্টি গুণ রয়েছে। যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বুকের দুধে এন্টি বডি থাকে যার শিশুকে যে কোনো সংক্রমণ থেকে রক্ষা করে।
আরো পড়ুনঃ দাম্পত্য জীবনে সমস্যার বাস্তব কিছু কারণ
ডে কেয়ার সেন্টার এড়িয়ে চলুন: ডে কেয়ার সেন্টারে অনেক শিশুরা থাকে। এজন্য সেখানে পরিষ্কার পরিছন্নতা কম। যার ফলে শিশুর কানে জীবাণু প্রবেশ ঘটে সংক্রমণের ঝুঁকি বাড়ে।
শিশুকে ধূমপানের জায়গায় রাখবেন না: শিশুকে ধূমপানের স্থানে রাখবেন না। সিগারেটে উপস্থিত তামাক শিশুর জন্য ক্ষতিকর। এতে শিশুর কানে তরল এবং শ্লেষ্মা উৎপাদন বেড়ে যায়।
শুয়ে শিশুকে স্তন্যপান করাবেন না: শুয়ে ব্রেস্ট ফিডিং করানোর সময় শিশুর কানের দুধ ঢুকে যেতে পারেন। এতে শিশুর কানের সংক্রমণ ঘটতে পারে। তাই শিশুকে কোলে নিয়ে দুধ খাওয়ান।