সকালের হাঁটা শেষে ডায়েটে কী রাখবেন?
- ওমেন্স কর্নার ডেস্ক
- আগস্ট ৭, ২০২২
সকালের হাঁটা শেষে হাঁপিয়ে ওঠার পর এমন কিছু খাবার রাখতে পারেন খাদ্যতালিকায় যেগুলো দ্রুত আপনাকে এনার্জি ফিরে পেতে সাহায্য করবে।
কলা ও পিনাট বাটারঃ সকালের হাটা শেষে ফ্রেশ হয়ে কলা ও পিনাট বাটার খেতে পারেন। এটি খুব দ্রুত আপনাকে ঝরঝরে করে তুলবে।
তরমুজঃ তরমুজে প্রচুর পরিমাণে পানি ও লাইকোপেন আছে। এই দুই উপাদান ক্লান্তি দূর করতে পারে ঝটপট। তাই মর্নিং ওয়াক শেষে খেতে পারেন তরমুজ।
চকলেট মিল্কঃ পান করতে পারেন চকলেট মিল্ক। উচ্চ প্রোটিন সমৃদ্ধ চকলেট মিল্ক যেমন দ্রুত হজম হয় তেমনি ক্লান্তি ও অবসাদ দূর করে পুরোপুরি।
আরো পড়ুনঃ আপনার ত্বকের স্বাস্থ্যের যত্ন নিচ্ছেন তো ?
সবজিঃ বিভিন্ন ধরনের সবজি দিয়ে ডিমের ওমলেট বানিয়ে খেতে পারেন। এতে থাকা প্রোটিন ভিটামিন ও মিনারেল আপনাকে দ্রুত কাজে ফিরতে সাহায্য করবে।
কটেজ চিজঃ ফল মিশিয়ে খেতে পারেন কটেজ চিজ। উচ্চ প্রোটিন ক্যালসিয়াম ও সোডিয়াম এর উৎস এই খাবার গানের সাথে ঝুলে যাওয়া ইলেক্ট্রোলাইট ফিরে পেতে সাহায্য করবে।
এছাড়াও দৌড়ানো ও ব্যায়াম শেষে পরিমাণমতো প্রোটিন সেক খেতে পারেন। শরীর ঝরঝরে হবে।
পছন্দের সবজি মিশিয়ে খেতে পারেন একটুকরো গ্রিলড চিকেন।