পুরুষেরও হতে পারে স্তন ক্যান্সার!
- ওমেন্স কর্নার ডেস্ক
- আগস্ট ২৬, ২০২২
যকৃতের সংক্রমণ থেকেই পুরুষদের স্তন ক্যান্সার হয়। গবেষণায় দেখা গেছে, মধ্য ও পূর্ব আফ্রিকার পুরুষদের মধ্যে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঘটনা বেশি। চিকিৎসকরা তিনটি কারণকেই এজন্য দায়ী করছেন।
১. জেনেটিকভাবে অনেক পুরুষের শরীরে এ রোগের জীবাণু থাকতে পারে। প্রায় ১৫ থেকে ২০ শতাংশ পুরুষ বংশানুক্রমিকভাবে স্তন ক্যান্সারে আক্রান্ত হন।
যেসব পুরুষের শরীরে অস্বাভাবিক বিআরসিএ-১ বা বিআরসিএ-২ জিন আছে তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যেতে পারে।
আরো পড়ুনঃ শিরায় শিরায় কেন বিসিএস?
২. শরীরে ইস্ট্রোজেন ও অ্যান্ড্রোজেনের অনুপাতের ভারসাম্যহীনতার কারণেও পুরুষদের স্তন ক্যান্সার হতে পারে। একই সাথে থাইরয়েড, যকৃতের কর্মহীনতার কারণে পুরুষদের স্তন ক্যান্সারের সম্ভাবনা পারে।
৩. অনেক সময় পুরুষের অন্ডকোষও তাদের স্তন ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতে পারে।
পুরুষের স্তন ক্যান্সারের লক্ষণ কী কী?
আমেরিকান ক্যান্সার সোসাইটির তথ্য অনুসারে, পুরুষদের স্তন ক্যান্সারের প্রাথমিক চার লক্ষণ একেবারে অবহেলা করা যাবে না...
১. স্তনে ব্যাথাহীন কোন পিণ্ড দেখা দেওয়া।
২. স্তনের নিপল দিয়ে তরল পদার্থ বের হওয়া।
৩. স্তনের আশেপাশে গর্তের মত হওয়া।
আরো পড়ুনঃ মুগডালের ক্ষীর
৪. স্তন বা স্তনের ত্বক বিবর্ণ হয়ে যাওয়া।
এছাড়া লিম্ফ নোড ফুলে যাওয়া, স্তনে ব্যথা ও হাড়ের ব্যথা এই ক্যান্সারের গুরুতর লক্ষণ হিসেবে প্রকাশ পায়।