গরমে ঘামাচি প্রতিরোধে করণীয়
- ওমেন্স কর্নার ডেস্ক
- আগস্ট ২৬, ২০২২
ছোট-বড় সবাই এই গরমে ঘামাচির সমস্যায় ভোগেন। ঘামাচিও এক ধরনের চর্মরোগ। ঘামাচি সারাতে বিভিন্ন পাউডার, ঘরোয়া টোটকাসহ, বিভিন্ন মলম ব্যবহার করেন কেউ কেউ। তবুও সারে না ঘামাচি। আসুন জেনে নেই, ঘামাচি প্রতিরোধে যা করবেন...
- ঠান্ডা পানিতে গোসল।
- ঘরে বাতাসের ব্যবস্থা রাখা।
- তবে অনেক ক্ষেত্রে জেনেটিক কারণেও ঘামাচি হতে পারে।
আরো পড়ুনঃ রেড ভেলভেট ক্যারামেল পুডিং কেক
- আইসকুল ঘামাচি পাউডার ব্যবহার করা।
- দুবেলা করে ক্যালামিন লোশন ব্যবহার করা।
- অতিরিক্ত চুলকানি বা ঘা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া। যদি অতিরিক্ত চুলকানি থাকে তখন স্টেরয়েডজাতীয় ওষুধের প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে অবশ্য অভিজ্ঞ চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী মেডিসিন নিতে হবে।