আপনি কি গর্ভাবস্থায় ডায়াবেটিস নিয়ে উদ্বিগ্ন !
- ওমেন্সকর্নার ডেস্ক
- অক্টোবর ৩০, ২০১৭
অনেক ডায়াবেটিসের রোগীই মা হোন। সাধারণত পারিবারিক, গর্ভপাতের ইতিহাস, ওজন বেশি থাকা ইত্যাদি কারণে অনেকেরই ডায়াবেটিস হয়ে থাকে। গর্ভাবস্থায় ডায়াবেটিস নিয়ে অনেক হবু মা'রা উদ্বিগ্ন থাকেন ।
পরিসংখ্যানে দেখা গেছে, দুই থেকে আট ভাগ নারী গর্ভাবস্থায় ডায়াবেটিসে ভোগেন। এই বিষয়টা কিছুটা চিন্তার, কিছুটা উদ্বিগ্নের। তবে আপনি যদি ডায়াবেটিসকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে ভয়ের কিছু নেই। স্বাভাবিক হবু মায়েদের যেমন কিছু ঝুঁকি রয়েছে, ডায়াবেটিসে আক্রান্ত হবু মায়েদের একই সমান ঝুঁকি রয়েছে। আপনি যদি ডায়াবেটিসকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে ঝুঁকি অনেকটা কমে যাবে। শৃঙ্খলাপূর্ণ জীবন যাপনের মাধ্যমে একে নিয়ন্ত্রণ করতে হবে।