শিশুকে নিয়ে বেড়াতে গেলে যা খেয়াল রাখবেন
- কবিতা আক্তার
- সেপ্টেম্বর ২৬, ২০২২
অনেকেই মনে করেন, শিশুকে নিয়ে ঘুরতে যাওয়া বড় ঝক্কির কাজ। এমনটা কিন্তু নয়, কয়েকটি টোটকা মাথায় রাখলেই আপনি বাচ্চা নিয়েও দিব্যি ঘুরতে যেতে পারেন। জেনে নিন, শিশুকে নিয়ে ভ্রমণ করার সময় কোন কোন কথা মাথায় রাখবেন।
১. শিশুকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় মাঝরাতে ছাড়বে এমন বিমানের টিকিট না কাটায় শ্রেয়। সারারাত ঘুম না হলে শিশুরা সারাদিন ঘ্যানঘ্যান করতে পারে। ভ্রমণের সময় শিশুরা স্বাচ্ছন্দ বোধ করবে এমন পোশাক পরাবেন।
২. শিশুকে নিয়ে ভ্রমণের সময় সঙ্গে অবশ্যই বাড়তি খাবার রাখবেন। কোন কারনে ট্রেন কিংবা বিমান দেরি করে গন্তব্যে পৌঁছালে শিশুর যেন কোন সমস্যা না হয়। রাস্তায় বাইরে খাবার একদম নয়। নিজেদের হ্যান্ডওয়াশ কাছে রাখুন। বাইরে খাওয়ার আগে সেটি দিয়ে সন্তানের হাত পরিষ্কার করে দিন।
আরো পড়ুনঃ ঝলমলে চুল পাবেন শসার ব্যবহারে
৩. বেড়াতে যাওয়ার সময় শিশুর জন্য অবশ্যই বেশি করে জামা কাপড় নেবেন। সঙ্গে একটা ছোট বালিশও রাখতে পারেন।
৪. সন্তানের হাঁপানি বা অন্য কোন অসুখ থাকলে এ সময় ঘুরতে যাওয়ার আগে অবশ্যই শিশু চিকিৎসকের পরামর্শ নিবেন। শিশুর ঔষধপত্রগুলি সবার আগে গুছিয়ে ব্যাগে ভরে নিন।
৫. বিমানে যাত্রার সময় টেক অফ ও ল্যান্ডিংয়ের সময় কান বন্ধ হয়ে যায় অনেকের। শিশুদের এই সমস্যা এড়াতে ললিপপ সঙ্গে রাখতে পারেন।
৬. প্রথমবার খুব বেশি দূরে কোথাও নয় বরং কাছে পিঠে কোথাও থেকে ঘুরে আসুন। তারপর দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করুন।