পেট ও যোনির উপরের দিকে ব্যথা হয়, কী করতে পারি?
- ওমেন্স কর্নার ডেস্ক
- সেপ্টেম্বর ৩০, ২০২২
প্রশ্নঃ আমি ৩৪ সপ্তাহের গর্ভবতী। পেট এবং যোনির উপরের দিকে ব্যথা। এছাড়া ঘনঘন মলত্যাগের গতি অনুভব করছি।
আরো পড়ুনঃ বাদাম, চন্দনে ত্বকের যত্ন নিন
উত্তরঃ এটা স্বাভাবিক এবং ইঙ্গিত দিচ্ছে যে শিশুর মাথা নিচের দিকে আসছে। ঘনঘন মলত্যাগের গতি কোষ্ঠকাঠিন্যের ফল। আপনি স্টুল সফটনার নিতে পারেন।