গর্ভের শিশুর নড়াচড়া বেড়ে গেলে করণীয়
- ওমেন্স কর্নার ডেস্ক
- অক্টোবর ২, ২০২২
যদি আপনার মনে হয় আপনার গর্ভের শিশুর নড়াচড়া বেড়ে গিয়েছে, তবে তা নিয়ে চিন্তার কিছু নেই। তবে নড়াচড়ার স্বাভাবিক ধরনের পরিবর্তন আসলে সেটি চিন্তার কারণ হতে পারে।
শিশু কতবার নড়াচড়া করছে সেটি হিসাব করার চেয়ে প্রতিদিনের নড়াচড়া ধরন সঠিকভাবে বোঝার জন্য মনোযোগ দেয়া উচিত।
আরো পড়ুনঃ অফিস সামলে নিজের যত্ন নিন সহজ ৭ উপায়ে
এতে গর্ভের শিশুর স্বাভাবিক নড়াচড়ার ধরন সম্পর্কে সঠিক ও নিশ্চিত একটি ধারণা তৈরি হবে। স্বাভাবিক ধরনের পরিবর্তন আসলে সেটি খেয়াল করা সহজ হবে।
তবে শিশুর নড়াচড়ার ধরনে যে কোন পরিবর্তন আসলে অবশ্যই ডাক্তার অথবা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রের প্রশিক্ষিত স্বাস্থ্যকর মাধ্যমে চেকআপ করে নিতে হবে।