দৈনিক কতবার শিশুর নড়াচড়া করা স্বাভাবিক?
- ওমেন্স কর্নার ডেস্ক
- অক্টোবর ১০, ২০২২
গর্ভাবস্থায় প্রতিটি শিশু একে অপরের থেকে ভিন্ন আচরণ করে। গর্ভের শিশু সারাদিনে একটি নির্দিষ্ট সংখ্যক বার নড়াচড়া করবে, এমন কোন কথা নেই।
তাই গর্ভবতী মা প্রতিদিন কতবার নড়াচড়া অনুভব করেন, সেই হিসাব রাখার প্রয়োজন নেই।
তবে শিশু পেটের ভেতরে যেভাবে নড়াচড়া করে সেই ধরন বা প্যাটার্ন বোঝার চেষ্টা করা জরুরী। যেমন, দিনের নির্দিষ্ট কোনো বেলায় নড়াচড়া বেড়ে অথবা কমে যায় কিনা সেটি লক্ষ করা জরুরী।
আরো পড়ুনঃ স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী শসার স্যুপ
এতে গর্ভের শিশুর স্বাভাবিক নড়াচড়া ধরন সম্পর্কে মোটামুটি সঠিক ও নিশ্চিত একটি ধারণা তৈরি হবে।
ফলে স্বাভাবিক ধরনের পরিবর্তন আসলে সেটি দ্রুত খেয়াল করে সঠিক সময় সঠিক ব্যবস্থা নেওয়া সহজ হবে।