জরায়ু টিউমার থাকলে সন্তান ধারণ সম্ভব?
- ওমেন্স কর্নার ডেস্ক
- অক্টোবর ১৩, ২০২২
প্রশ্নঃ জরায়ুতে টিউমার হলে সন্তান ধারণে কোন সমস্যা হতে পারে?
উত্তরঃ হ্যাঁ, জরায়ুতে টিউমার থাকলে সন্তান ধারণে সমস্যা বা বারবার গর্ভপাত বা বন্ধ্যাত্ব হতে পারে। ৩০-৪০ শতাংশ ক্ষেত্রে জরায়ু টিউমারের জন্য বন্ধ্যাত্ব হতে পারে।
আরো পড়ুনঃ গরমে ঘর শীতল রাখে যেসব ইনডোর প্লান্ট
টিউমারের কারণে জরায়ু অতিরিক্ত বড় হয়ে গেলে, ভেতরে কোনো কারণে ভ্রুণ ঠিকমতো বেড়ে উঠতে পারে না। জরায়ু ও ফেলোপিয়ান টিউবের সংযোগস্থলে বা এমন জায়গায় টিউমারটির অবস্থান হয়, যা ভ্রূণকে সুস্থিত হতে বাধা দেয়।
এসব ক্ষেত্রে বারবার বন্ধ্যাত্ব বা গর্ভপাত হতে পারে। সে ক্ষেত্রে সন্তান নেওয়ার আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।