আপনার শিশুর থ্যালাসেমিয়া হয়েছে বুঝবেন যেভাবে
- ওমেন্স কর্নার ডেস্ক
- নভেম্বর ১৬, ২০২২
থ্যালাসেমিয়ার উপসর্গ থ্যালাসেমিয়া রোগের ধরণের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। বিটা থ্যালাসেমিয়া এবং কিছু ধরনের আলফা থ্যালাসেমিয়া আক্রান্ত বেশিরভাগ শিশুর মধ্যে ছয় মাস বয়স পর্যন্ত কোন লক্ষণ দেখা যায় না। তবে এরপরে বিভিন্ন লক্ষণ দেখা দিতে পারে। আসুন জেনে নেই...
জন্ডিস ও ত্বক ফ্যাকাসে হয়ে যাওয়া: থ্যালাসেমিয়া রোগের কারণে শিশুদের জন্ডিস হতে পারে এবং তাদের ত্বক ফ্যাকাসে দেখাতে পারে।
তন্দ্রা ও ক্লান্তি: থ্যালাসেমিয়া হলে অনেক বেশি পরিমাণে তন্দ্রা লেগে থাকা ও ক্লান্তি দেখা দিতে পারে।
বুকে ব্যথা: থ্যালাসেমিয়ার কারণে বুকে ব্যথা হতে পারে।
- হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে।
- নিঃশ্বাস নিতে সমস্যা দেখা দিতে পারে।
আরো পড়ুনঃ খুশকি দূর করবে পেঁয়াজের রস
- থ্যালাসেমিয়ার কারণে পায়ে ক্রাম্প হতে পারে।
- থ্যালাসেমিয়া হলে হৃদস্পন্দন বেড়ে যেতে পারে।
- অনেক সময় থ্যালাসিমিয়া হলে শিশুরা আর খেতে চায় না বা খাবারে অনীহা দেখা দিতে পারে।
- থ্যালাসেমিয়ার কারণে শিশুদের বুদ্ধিতে বিলম্ব দেখা দিতে পারে বা শিশুরা ঠিকমত বেড়ে ওঠে না।
- অনেক সময় মাথাব্যথা দেখা দিতে পারে।
- মাথা ঘোরা ও অজ্ঞান হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে।
- ইনফেকশন বা সংক্রমণে সহজে প্রবাহিত হওয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
সূত্র: মেডিকেল নিউজ টুডে