গর্ভাবস্থায় যেসব লক্ষণ দেখা দিলে অবশ্যই ডাক্তার দেখাবেন
- ওমেন্স কর্নার ডেস্ক
- নভেম্বর ২৩, ২০২২
গর্ভাবস্থায় অবসাদ বোধ করা স্বাভাবিক একটি লক্ষণ। তবে এর পাশাপাশি যদি নিজের লক্ষণগুলো আপনার মধ্যে থাকে তাহলে দ্রুত গাইনী নিয়ে ডাক্তারের শরণাপন্ন হবেন।
- আগে থেকে থাইরয়েডের সমস্যা থাকলে।,
- মাথা ঘুরানো বা অজ্ঞান হয়ে যাওয়া সমস্যায়,
- বুক ধরফর করা,
- চেহারা ফ্যাকাসে দেখানো,
- পেটের উপরিভাগে ব্যথা,
- অস্বাভাবিক পিপাসা অনুভব করা এবং ঘনঘন প্রস্রাব হওয়া,
- প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া,
- প্রচন্ড মাথা ব্যাথা,
আরো পড়ুনঃ বাক্সবন্দী শীতের কাপড় ও লেপ কম্বল ব্যবহারের আগে যা করবেন
- শ্বাসকষ্ট হওয়া,
- পায়ের পাতা অথবা হাত ফুলে যাওয়া,
- চোখে দেখতে সমস্যা হওয়া। যেমন: চোখে ঝাপসা দেখা, আলোর ঝলকানি দেখা, একই জিনিস দুইটি করে দেখা অথবা কিছুক্ষণের জন্য কিছুই দেখতে না পারা।
- ডিপ্রেশনের লক্ষণসমূহ প্রকাশ পাওয়া।