রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে যেসব খাবার
- ওমেন্স কর্নার ডেস্ক
- নভেম্বর ৩০, ২০২২
নিয়মিত শরীরচর্চার পাশাপাশি, স্বাস্থ্যকর জীবনযাপন এবং রোজকার খাদ্যতালিকায় রাখুন এমন কয়েকটি খাবার যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে।
১. মিষ্টি আলু: ভিটামিন, ফাইবার, পটাশিয়াম সমৃদ্ধ মিষ্টি আলু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। প্রদাহ কমায়। শুধু গাজরে নয়, মিষ্টি আলুতেও আছে বিটা ক্যারোটিন। হৃদযন্ত্র ভালো রাখতে বিটা ক্যারোটিন প্রয়োজনীয়।
২. বাদাম: ওমেগা থ্রি ফ্যাটি এসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ বাদাম প্রদাহ ও রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। প্রতিরোধ শক্তি বৃদ্ধি করতে অত্যন্ত সহায়ক একটি উপাদান।
আরো পড়ুনঃ চুল ভেঙ্গে যাওয়া রোধ করবে যে ৫ তেল
৩. সর্ষে শাক: সর্ষে শাকে আছে ভরপুর ভিটামিন এ ও সি। যা শরীরে রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া মেনোপজের সময় বিভিন্ন শারীরিক সমস্যার সমাধানে বেশ উপকারী সর্ষে শাক।
৪. গুড়: যাদের চিনি খাওয়া বারণ তাদের জন্য বিকল্প খাবার হতে পারে গুড়। গুড় চিনির মতো ক্ষতিকারক নয় গুড়ে আছে ভরপুর আয়রন। ফুসফুস সংক্রমণ থেকে সুস্থ থাকতে গুড় উপকারী।
৫. আমলকি: ভিটামিন সি এর অন্যতম সমৃদ্ধ উৎস আমলকি। সাধারণ সর্দি, কাশি, জ্বর এবং বিভিন্ন ভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচতে আমলকি অত্যন্ত উপকারী।