মহিলাদের রক্তস্বল্পতার কারণ কী?
- ওমেন্স কর্নার ডেস্ক
- ডিসেম্বর ২৬, ২০২২
মহিলাদের রক্তস্বল্পতার বিভিন্ন কারণ হতে পারে৷ তন্মধ্যে মাসিকে অতিরিক্ত রক্তপাত, স্তন ক্যান্সার। এছাড়াও আরও কিছু কারণ রয়েছে। আসুন জেনে নেই...
- পুরুষদের যেসব রোগের কারণে রক্তস্বল্পতা হয় সেগুলোর সাথে কিছু অতিরিক্ত কারণ থাকে মহিলাদের রক্তস্বল্পতার ক্ষেত্রে।
যেমনঃ মাসিকে অধিক রক্তপাত, পুষ্টিকর খাবার কম খাওয়া এবং ভুল ধরনের ডায়েট প্ল্যানের কারণে মহিলাদ্রর রক্তস্বল্পতা বেশি হয়।
- গর্ভকালীন সময় জরায়ুতে বাচ্চার বেড়ে ওঠার সময় রক্তস্বল্পতা হয়।
- প্রসবকালে অধিক রক্তপাতের কারণে মহিলাদের রক্তস্বল্পতা হয়।
আরো পড়ুনঃ রাতে ঘুমানোর আগে রূপচর্চা
- মহিলাদের বিভিন্ন অটোইমিউন ডিসিস বেশি হয়।
যেমনঃ বাত, এসএলই (SLE), রিউমাটয়েড আর্থ্রাইটিস (RA)। এসব রোগের কারণেও রক্তস্বল্পতা হয়।
- জরায়ু ক্যান্সার, স্তন ক্যান্সারের মত রোগ থেকে মহিলাদের রক্তস্বল্পতা হতে পারে।