আপনার শিশু মারামারি করে? কিভাবে সমাধান করবেন?

  • ওমেন্স কর্নার
  • মার্চ ২০, ২০২৩

ছোট শিশুরা মারামারি করবে এটা তাঁর স্বাভাবিক বৃদ্ধিরই একটি অংশ। আপনার বাচ্চার মাঝে যদি দুরন্তপনা, ছুটাছুটি না থাকে তবে আপনার কেমন বোধ হবে? বাচ্চাদের মারামারি করা, দৌড়ঝাঁপ করা, ছুটাছুটি করা এগুলো হলো প্রাকৃতিক ভাবে বেড়ে উঠার প্রক্রিয়া।

মানসিক বিশেষজ্ঞরা শিশুর মধ্যকার আগ্রাসী আচরণ ওদের মানসিক ও আচরণগত বিকাশেরই একটি সাধারণ অংশ বলে মনে করেন। তিন-চার বছর বয়স থেকে শিশুদের মধ্যে এই ধরনের আচরণ দেখা যায়।

আরো পড়ুন : আপনার সন্তানের আয়রনের ঘাটতি পূরণ করবে ১০ খাবার!

শিশু যাতে আগ্রাসী মনোভাবের না হয়, তার জন্য দরকার আলাদা যত্ন। এ ধরনের শিশুকে সময় নিয়ে বোঝাতে হয়। দীর্ঘ কাউন্সেলিংয়ে আগ্রাসী শিশুরা ধীরে ধীরে নিজেদের ভুল বুঝতে শেখে এবং একসময় নিজ থেকেই সংশোধন হয়।

শিশুর আগ্রাসী আচরণ রোধে নিম্নের টিপসগুলো ব্যবহার করে দেখতে পারেন: 

- ভুল করলে রাগ না হয়ে শিশুকে পরম মমতা দিয়ে বুঝিয়ে বলুন। 

- পারিবারিক আচরণে সংযত হোন। 

- রাগ নিয়ন্ত্রণের শিক্ষা দিন। 

- কথার মাধ্যমে অনুভূতি বোঝাতে শিখান। 

- আগ্রাসী আচরণের ক্ষতিকর দিকগুলো তুলে ধরুন। 

- ভালো কাজে উৎসাহিত করতে শিশুকে পুরস্কৃত করুন। 

- বাইরের জগতের সঙ্গে শিশুকে পরিচয় করিয়ে দিন। 

আরো পড়ুন : আপনার শিশুর ওজন বাড়াবে যে ৬ খাবার

শিশুদেরকে রাগান্বিত হয়ে, গায়ে হাত তুলে শাসন নয় বরং বুদ্ধিমত্তার সাথে, পরম মায়া-মমতা, ভালোবাসা দিয়ে তাঁর মানসিক বিকাশে সাহায্য করুন। তাঁর মতো করে বোঝার চেষ্টা করুন। অবশ্যই আপনার শিশু আপনার কথা শুনবে এটাই কাম্য।

আপনাদের জন্য শুভকামনা। 
 

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment