গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি কি এক?

  • ওমেন্স কর্নার
  • জুন ২৭, ২০২৩

বুক জ্বালাপোড়া করা, পেট ফুলে যাওয়া, খাবার গলা দিয়ে উঠে আসা, টক ঢেঁকুর ওঠা কিংবা ঘনঘন ঢেঁকুর ওঠা গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির লক্ষণ। গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি কি আসলে একই সমস্যা নাকি এদের পার্থক্য রয়েছে?

অ্যাসিডিটি বা অ্যাসিড রিফ্লাক্স এমন একটি অসুস্থতা যা মৃদু উপসর্গের পাশাপাশি মারাত্মক আকার ধারণ করার ক্ষমতা রাখে। অন্যদিকে ‘গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ’ বা জিইআরডি হলো এক ধরনের ক্রনিক ডিজিজ। অ্যাসিড রিফ্লাক্সের চেয়ে অনেকাংশেই গুরুতর এটি।  

আরো পড়ুন: শ্বাসকষ্ট-নাক দিয়ে রক্ত পড়া হতে পারে কঠিন যে রোগের লক্ষণ

অ্যাসিড রিফ্লাক্স একটি হজমের ব্যাধি। হুট করে নির্দিষ্ট কিছু কারণে এই সমস্যা দেখা দিতে পারে। মুখ ও খাদ্যনালীর সংযোগস্থলকে বিজ্ঞানের ভাষায় বলে ইসোফেগাস, আর যখন পাকস্থলীর খাদ্যবস্তু ইসোফেগাসে ফিরে আসে তখন তাকে বলে অ্যাসিড রিফ্লাক্স। এতে খাবার হজমের জন্য উৎপাদিত অ্যাসিড অন্ত্রের নীচের অংশে যাওয়ার পরিবর্তে খাদ্যনালীতে ফিরে যেতে শুরু করে। 

অস্বাস্থ্যকর জীবনধারা যেমন অসময়ে খাবার খাওয়া, খালি পেটে থাকা বা খাওয়ার ঠিক পরে শুয়ে থাকা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা সৃষ্টি করতে পারে।

আরো পড়ুন: জিহ্বা ফাটে কোন রোগের কারণে?

কোনও ব্যক্তির যদি খুব ঘনঘন বা সপ্তাহে দুইবারের বেশি এই ধরনের অ্যাসিড রিফ্লাক্সের উপসর্গ দেখা যায়, তবে তিনি গ্যাস্ট্রিক বা জিইআরডি রোগে আক্রান্ত বলে ধরে নেওয়া হয়।

তথ্য: হেলথলাইন 
 

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment