এ সময় এডিস মশার কামড় থেকে বাঁচতে যা করবেন
- ওমেন্স কর্নার
- জুলাই ১০, ২০২৩
বর্ষায় এডিস মশার লার্ভা মেলে বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে। মশার বংশবিস্তারের জন্য এখনই উপযুক্ত সময়।
তাই বাড়ির আশপাশে, ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে ও সতর্ক থাকতে হবে সবারই।
ডেঙ্গুরোগের বাহক হলো এডিস মশা। এর কামড়ে ডেঙ্গুর জীবাণু একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়ে।
এ সময় ডেঙ্গু থেকে বাঁচতে ছোট-বড় সবাইকে সাবধানে থাকতে হবে। এজন্য কী কী করণীয় জেনে রাখুন-
১. দিনের বেলা পায়ে মোজা ব্যবহার করতে পারেন।
২. ফুল হাতার জামা পরুন।
আরো পড়ুন: ব্রেন টিউমারের লক্ষণ ও করণীয়
৩. শিশুদের হাফপ্যান্টের বদলে ফুলপ্যান্ট বা পায়জামা পরাতে হবে।
৪. দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে।
৫. মশা যেন না কামড়াতে পারে এজন্য মশাবিরোধী বিভিন্ন ক্রিম বা তেল শররের খোলা স্থানে ব্যবহার করুন।
৬. দরজা-জানালায় নেট লাগাতে হবে।
৭. মশা তাড়াতে স্প্রে, লোশন, ক্রিম, কয়েল, ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. ফুলদানি, অব্যবহৃত কৌটা, বাড়িঘরের আশপাশে যে কোনে পাত্রে জমে থাকা পানি পরিষ্কার করুন।
৯. ঘরের বাথরুমে কোথাও পানি জমাবেন না।
আরো পড়ুন: ফ্যাটি লিভার সারাতে সত্যিই কি কফি উপকারী?
১০. বাড়ির ছাদে বাগানের টবে বা পাত্রে যেন পানি জমে না থাকে। প্রয়োজনে প্রতিদিন পানি বদলে ফেলুন।
১১. বাড়ির আশপাশের ঝোপঝাড়, জঙ্গল, জলাশয় ইত্যাদি পরিষ্কার রাখুন।
সূত্র: জাগোনিউজ২৪