শিশুর কপালে কালো টিপ দেওয়া যাবে?

  • ওমেন্স কর্নার
  • জুলাই ২৯, ২০২৪

অনেকে বদ নজর থেকে রক্ষার জন্য শিশুর কপালে কালো টিপ দেয়। আলেমরা বলেন, এটা ঠিক নয়। কারণ, কপালের কালো টিপ বদ নজর রোধ করে না। শিশুকে বদ নজর ইত্যাদি থেকে রক্ষা করার জন্য কী করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শিখিয়েছেন।

সহীহ বুখারির এক হাদীসে এসেছে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন রা. এর জন্য এই দোয়া পড়ে আল্লাহর আশ্রয় চাইতেন-

أُعِيْذُكُمَا بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَّهَامَّةٍ وَّمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ

বাংলা উচ্চারণ :

 উয়িযুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন।

অর্থ : সকল শয়তান, কীটপতঙ্গ ও বদনজর হতে তোমাদেরকে আল্লাহর পূর্ণাঙ্গ কালিমাসমূহের আশ্রয়ে দিচ্ছি।

আরো পড়ুন:
আপনার সন্তান দাদা–দাদি, নানা–নানি ছাড়া বড় হচ্ছে? গবেষণা কী বলছে 
ফেসবুকে কেউ ‘আনফ্রেন্ড’ করলে কী করবেন
আপনার সঙ্গী কি মাইক্রোচিটিং করছে
সঙ্গীর সঙ্গে যে ৭টি বিষয় নিয়ে কথা না বললে নিজেরই ক্ষতি করবেন

দোয়াটি এক সন্তানের জন্য পড়লে ‘উয়ীযুকা’, দুইজনের জন্য ‘উয়ীযুকুমা’ আর দুইয়ের অধিক হলে ‘উয়ীযুকুম’ বলতে হবে। এর সাথে আয়াতুল কুরসী, তিন কুল ও হাদীসের অন্যান্য  দোয়া তো আছেই।

তবে কেউ যদি সৌন্দর্য বা সাজ হিসেবে শিশুর কপালে কালো টিপ দিতে চায়, তাহলে দিতে পারবে। কিন্তু নজর না লাগার জন্য কালো ফোঁটা দেওয়ার কোনো বিধান নেই। এজন্য সুন্নত দোয়া, কালাম, সূরা পড়ে শিশুকে সুরক্ষিত রাখাই শরীয়তের বিধান।

পোস্ট ক্রেডিট: ঢাকা পোস্ট 

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment