গর্ভাবস্থায় পেট ব্যথা
- রেজবুল ইসলাম
- মার্চ ৪, ২০১৮
প্রশ্ন : গর্ভাবস্থায় পেট ব্যথা কি খুব ভয়াবহ কিছু ?
উত্তরঃ গর্ভাবস্থায় পেটে ব্যাথা সমস্যায় অনেকেই ভোগেন। এই সময় ছোটখাট ব্যথা, যে কোনও সমস্যাতেই উৎকণ্ঠায় ভুগতে থাকেন হবু মায়েরা। এই সময়ে বেশ কিছু কারণের জন্য পেটে ব্যথা হওয়া স্বাভাবিক। কারণ এসময়ে নারীদের দেহের অনেক অঙ্গের মাঝে পরিবর্তন ঘটে, জরায়ু আকারে বড় হয়ে যায়, লিগামেন্ট টান টান হয়ে যায়। সাধারণ একটি জরায়ু থাকে ছয় সেন্টিমিটার। এটি নয় মাসে ৪০ সেন্টিমিটার হবে। এই যে বড় হবে, এজন্য তলপেটে একটু ব্যথা থাকবেই। এই ব্যথা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তবে কখনো যদি এমন হয়, খুব চাপ ধরে একটি ব্যথা হচ্ছে, আবার চলে যাচ্ছে, আবার চাপ ধরে ব্যথা হচ্ছে বা ব্যথার সঙ্গে একটু রক্তপাত হচ্ছে, তখন আপনি চিকিৎসকের কাছে যেতে পারেন।