উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় কি ধরণের সমস্যা হতে পারে !
- ওমেন্সকর্নার ডেস্ক
- নভেম্বর ২, ২০১৭
গর্ভাবস্থায় এমনিই একটি ঝুঁকিপূর্ণ সময়। কিছু জটিল ব্যাপার একে হাইরিস্ক প্রেগনেন্সি বা উচ্চ ঝুঁকিপূর্ণ পর্যায়ে নিয়ে যায়।
উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা তখন বলা হয় যখন সে হবু মায়ের উচ্চ রক্তচাপ থাকে, তার যদি ডায়াবেটিস বৃদ্ধি পায়, তার পরিবারিক ইতিহাসে যদি ডায়াবেটিস থাকে, তার আগে হয়তো কোনো সিজারিয়ান সেকশন হয়েছিল বা তার কোনো কঠিন রোগ থাকে, মেডিকেল অন্য কোনো ডিজঅর্ডার, গর্ভাবস্থায় যদি কোনো জটিলতা থাকে।
উচ্চ ঝুঁকিপূর্ণ পর্যায়ে তারা কি ব্যবস্থা নিবেন ?
ঘনঘন ডাক্তারকে ভিজিট করতে হবে। যে কোনো সমস্যায় ডাক্তারকে অবহিত করতে হবে। সমস্যা হোক তা ছোট কি বড় অবহেলা করা যাবে না। ডাক্তার যেমন যেমন বলবেন তা অক্ষরে অক্ষরে মেনেন চলতে হবে। সুস্থ একটি শিশু যেন জন্ম নিতে পারে সেই চেষ্টা করতে হবে।
তথ্য এবং ছবি : গুগল