শ্বাসকষ্ট মানেই কি অ্যাজমা?
- রেজবুল ইসলাম
- মার্চ ৭, ২০১৮
প্রশ্ন : শ্বাসকষ্ট মানেই কি অ্যাজমা?
উত্তর : আসলে আমাদের সবার ভেতরেই একটি ভ্রান্ত ধারণা রয়েছে। সেটি হলো, শ্বাসকষ্ট মানেই সেটি অ্যাজমা। দেখা যায়, বক্ষব্যাধি বিশেষজ্ঞের কাছে না গিয়ে অন্য কোথাও গেলে তাদের ইনহেলার বা অন্যান্য ওষুধ ধরিয়ে দেয়। তবে শ্বাসকষ্টের একজন রোগী ঠিক কী কারণে শ্বাসকষ্টে ভুগছেন তা দেখতে হবে, সেটি আসলে শ্বাসতন্ত্রের সমস্যার জন্য হয়েছে, নাকি অন্য কোনো কারণের জন্য হয়েছে। অনেক সময় দেখা যায়, একটি রোগীর যদি হার্ট ফেইলিউর হয়, তাহলে কিন্তু রোগীর শ্বাসকষ্ট হয়। আবার একজন রোগীর হয়তো কোনো মানসিক অস্থিরতা রয়েছে, যেকোনো কারণে তার মানসিক কোনো দুশ্চিন্তা রয়েছে, তারাও কিন্তু শ্বাসকষ্ট নিয়ে চলে আসে। তাদের যে অবস্থা থাকে যে মনে হয়, এখনই তাকে শ্বাসকষ্টের চিকিৎসা না নিলে সে মারা যাবে। তার সঙ্গে যারা আসে, তারা এমন চিন্তা করে থাকে। এ ধরনের আরো কিছু কাছাকাছি রোগ রয়েছে। তারাও আসলে শ্বাসকষ্টের উপস্থাপন নিয়েই আসে। সেটি আসলে হাঁপানি নয়।