শিরাপথে স্যালাইন চলার সময় মুখে খাওয়া যায়
- রেজবুল ইসলাম
- মার্চ ৭, ২০১৮
প্রশ্ন : শিরাপথে স্যালাইন চলার সময় মুখে খাওয়া যায় ?
উত্তর : শিরাপথে স্যালাইন চলার সময় মুখে খাওয়া যায় কি না এ ব্যাপারে অনেকেরই সংশয় আছে। প্রকৃতপক্ষে রোগীর শিরায় স্যালাইন চলার সময় মুখে খাওয়া-দাওয়ার ব্যাপারে তেমন কোনো বাধা নেই। রোগী ইচ্ছে করলেই খেতে পারেন। তবে একটি কথা, কিছু কিছু রোগ যেমন, অ্যাপেনডিসাইটিস, কোলিসিসাইসিস, পাকস্থলি ফুটো হওয়া এবং কিছু অপারেশনের পর মুখে খাওয়া- দাওয়া একদম বারণ থাকে। এসব ক্ষেত্রে চিকিৎসকই আপনাকে নিষেধ করে দেবেন মুখে খেতে। তবে মুখে খেয়ে যাচ্ছেন এমন অবস্থায়, স্যালাইন চলার সময় মুখে খাওয়া যাবে। যেমন – ডায়রিয়ার জন্য রোগীকে স্যালাইন দেওয়া হলো , তখন কিন্তু রোগী মুখে খেতে পারবেন। এ সময় খেলে রোগীর বরং উপকারই হবে। শুধু স্যালাইন নয় শিরাপথে রক্ত পরিসঞ্চালনকালেও মুখে খাবার গ্রহণ করতে কোনো বাধা থাকে না। তবে রোগীর অবস্থাভেদে চিকিৎসক বিশেষ কোনো কারণে কারো কারো ক্ষেত্রে মুখে খেতে বারণ করতে পারেন। এ ব্যাপারে চিকিৎসকই বলে দেবেন মুখে খাওয়ার বিষয়টি। তবে সাধারণভাবে স্যালাইন বা রক্ত পরিসঞ্চালনকালে মুখে খাবার খাওয়া যাবে না- এ রকম কোনো কড়াকড়ি নিয়ম নেই।