গর্ভবতী মাকে ডাক্তার যে সব প্রশ্ন করে থাকেন!
- রেজবুল ইসলাম
- মার্চ ২০, ২০১৮
আপনার ডাক্তার আপনাকে যা যা জিজ্ঞেস করতে পারেনঃ
• আপনার শিশু কখন হবে তা নির্ধারণের জন্য আপনার শেষ পিরিয়ডের প্রথম দিন কবে ছিল তা জিজ্ঞেস করতে পারেন। এর জন্য আপনি ক্যালকুলেটরও ব্যবহার করতে পারেন যাকে বলা হয় ডিউ ডেট ক্যালকুলেটর (Due Date Calculator)।
• আপনার স্বাস্থ্য
• আপনার আগে কোন রকম অসুখ ও চিকিৎসা হয়েছে কিনা।
• আপনার এবং আপনার সঙ্গীর কোন বংশগত সমস্যা বা রোগ আছে কিনা যা আপনার শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে অথবা আপনার পরিবারে এর আগে কখনো কোন জমজ শিশু হয়েছে কিনা এগুলো নিয়ে জিজ্ঞেস করতে পারেন।
• আপনি এবং আপনার সঙ্গী কোথায় চাকরি করছেন, আপনারা কেমন পরিবেশে বসবাস করছেন, গর্ভাবস্থায় এসব পরিস্থিতি আপনাকে প্রভাবিত করতে পারে কিনা।
• আপনি কি রকম অনুভব করছেন এবং কোন কিছু নিয়ে হতাশ হয়ে আছেন কিনা।
আপনার যদি মনে হয় আপনি কোন কারনে দুশ্চিন্তা অনুভব করেন এবং এর জন্য আপনার একটু বেশি সমর্থন প্রয়োজন তাহলে আপনি আপনার ডাক্তারের সাথে কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারেন।