গর্ভাবস্থায় সাদা স্রাব গেলে কি হয়?
- রেজবুল ইসলাম
- মার্চ ২১, ২০১৮
প্রশ্ন : গর্ভাবস্থায় সাদা স্রাব গেলে কি হয় ও পেটে কৃমরি আছে স্যার কি ঔষধ খাবে ?
উত্তর : সাদা স্রাব সাধারণত মেয়েদের যোনিপথ পরিষ্কার রাখার কাজ করে। খেয়াল রাখুন এটা স্বাভাবিকের চেয়ে বেশী কিনা। তবে অনেক সময় স্বাভাবিক ভাবেই বেশী বেশী সাদা স্রাব যেতে পারে। যেমন- প্রেগন্যান্সির সময় ইত্যাদি। আবার অনেক সময় যোনি মুখ বা যোনি পথের কোন সুপ্ত রোগ থাকলে ও সাদা স্রাবের পরিমান বেড়ে যেতে পারে। এর সাথে যদি যোনিপথে চুলকানি, জ্বালাপোড়া থাকে, দুর্গন্ধ থাকে, থকথকে ঘন স্রাব হয়, তাহলে বুঝবেন আপনার কোন ইনফেকশান হয়েছে। সবচেয়ে কমন হচ্ছে vaginal candidiasis (এক ধরনের ছত্রাক সংক্রম)। সেক্ষেত্রে আপনার অবশ্যই একজন গাইনি ডাক্তারের সাথে দেখা করে anti fungal ঔষধ খেতে হবে এবং মলম লাগাতে হবে। আপনি কতদিনের গর্ভবতী? এখন কত মাস বা সপ্তাহ চলছে? আপনি কিভাবে বুঝলেন আপনার ক্রিমি হয়েছে? গর্ভাবস্থায় ক্রিমির ওষুধ খাওয়া ঝুঁকিপূর্ণ। তাই আগে আপনি সিউর হওয়ার চেস্টা করুন আসলেই আপনার ক্রিমি আছে কিনা। বুঝতে পারলে অবশ্যই আপনার গাইনি ডাক্তার দেখাবেন এবং উনি পরামর্শ দিলে ওষুধ খেতে পারেন। পরিস্কার পরিচ্ছন্ন থাকবেন।